ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে নতুন করে আরও ১৬ জনের ডেঙ্গু শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ১৩ জুলাই ২০২৩

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ১৬জন। 

নতুন আক্রান্ত ৩ জন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং বাকি ১৩জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ৩৩জন রোগি। উপজেলাগুলোর মধ্যে কবিরহাট ও সোনাইমুড়ীতে আক্রান্তের সংখ্যা বেশি।

এদিকে, জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড না থাকায় সাধারণ রোগিদের সাথে মশারি ভিতরে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ওয়ার্ডে ডেঙ্গু রোগিদের সেবা দেওয়ায় সাধারণ রোগিদের মাঝে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগিদের স্বজনরা।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন ও সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার তথ্যগুলো নিশ্চিত করেছেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি