ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় দাঁড়ানো ট্রাকে মালবাহী ট্রাকের ধাক্কা, নিহত ৪

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ১৫ জুলাই ২০২৩

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে ট্রাকের ধাক্কায় ট্রাকের মালিক-ডাইভার-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে  ব্রীজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।

নিহরা হলেন ট্রাকের ডাইভার ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), জামাল উদ্দীনের ছেলে হেলপার সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।

পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ীর ব্রীজের নিকট মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকের চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী অরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে ওই ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। 

অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতলে নিলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইাফুল ইসলাম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি