ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

খোকসায় মুক্তিযোদ্ধা বানাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খোকসা সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত : ২০:৫৬, ১৫ জুলাই ২০২৩

কুষ্টিয়ার খোকসায় উপজেলার আমবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বানাত আলী প্রামানিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৪) বছর।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক থানার এস আই চাঁদ আলী নেতৃত্বে ভিউবলের একটি দল উপস্থিত ছিলেন। 

তিনি বার্ধক্য জনিত ও স্ট্রোকজনিত কারণে কুষ্টিয়া সদর হাসপাতালে শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিট সময় ইন্তেকাল করেছেন।

আজ শনিবার বেলা ১১টায় তার বাড়ির আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে এক ছেলে ও দুই কন্যা আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি