ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ১৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২ নারী নিহত হয়েছেন। 

শনিবার রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গরু বোঝায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

এলাকাবাসি ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস এর টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলটি রাস্তা পার হবার সময়  ঢাকাগামী গরু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম (২৫) মারা যান। মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উপজেলার ধানগড়া এলাকায় পৌঁছালে সাধারণ জনতা মৃত ব্যক্তিসহ ট্রাকটিকে আটক করে। 

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি