মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত
প্রকাশিত : ১০:৪৬, ১৬ জুলাই ২০২৩
মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) ও মোঃ হাফিজ (৩১) নামের দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) ভোর ৪টায় ও সকাল ৫টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই ও পাথুরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মোঃ মেহেদী হাসান। ডাসারের মেলকাই এলাকায় আসলে বিপরীতমুখী এক বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি বাসের ধাক্কায় ঢাকামুখী মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান নিহত হন। খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক জানান, আলাদা দুটি বাসের চাপায় দুই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় পর ঘাতক বাস দুটি পালিয়ে যায়। তবে বাস দুটি ও চালকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন