নবগঠিত পৌরসভা তাড়াশে চলছে ভোট
প্রকাশিত : ১০:৪৩, ১৭ জুলাই ২০২৩
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার সকাল ৮টা থেকে একযোগে ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
নবগঠিত পৌরসভাটির প্রথম নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
মোট ভোটার ১৯ হাজার ২শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪শ’ ৬৭ জন, নারী ভোটার ৯ হাজার ৮শ’ ২০ জন।
এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এএইচ
আরও পড়ুন