কুমিল্লায় সুমন হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত : ১৪:৫১, ১৭ জুলাই ২০২৩
কুমিল্লায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক সুমন মিয়া হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মোঃ শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আঃ কাদের জিলানী।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় মোঃ ইসমাইলের ছেলে অটোরিকশা চালক সুমন মিয়ার অটোরিকশাটি বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার থেকে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার কথা বলে আসামি মোঃ শরীফ মিয়া ও আব্দুল কাদের জিলানী ভাড়া করেন। পুরাতন বাজার নতুন সড়কের কাছে যাওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে গলায় ও মুখে গামছা পেচিয়ে সুমনকে শ্বাসরোধে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায় তারা।
এ ব্যাপারে সুমন মিয়ার পিতা বাদী হয়ে দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী খুশি। আশা করছি, মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
এএইচ
আরও পড়ুন