ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক পাচ্ছেন রংপুরের ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১৭ জুলাই ২০২৩

শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক পাচ্ছেন রংপুর সদর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান নাসিমা জামান ববি। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলায়ের সচিব নাজমা মোবারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে নাসিমা জামান ববি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩ পাওয়ায় রংপুর সদর উপজেলা বাসী মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নাসিমা জামান ববিকে নিয়ে শুধু শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি