ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়ায় পৌর নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ১৭ জুলাই ২০২৩

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: ফাইজুর রশিদ খসরু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মঞ্জু (জেপি)র সাইকেল প্রতীকের মো : মাহিবুল হোসেন।  সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে এখানে।

ভাান্ডরিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক)  ৯হাজার ৬শত ২৬  ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১    ভোট পেয়ে পরাজিত হন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি