ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কালকিনির স্কুলে স্কুলে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৮ জুলাই ২০২৩

কালকিনির বিভিন্ন স্কুলে চলছে বৃক্ষরোপন কর্মসূচী।

সোমবার সকাল ১১ টায় চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। 

চন্দ্রকলির উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ রোপণ কর্মসূচীতে ১৪ থেকে ১৫ টি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে দেশীয় প্রজাতির ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। 

দেশীয় প্রজাতির যেসমস্ত গাছ বিলুপ্তির পথে সেসমস্ত গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। 

চন্দ্রকলির স্বেচ্ছাসেবকরা প্রায় তিনশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রজাতির গাছের উপকারিতা ও যত্ন সম্পর্কে বর্ণনা করে চারা হাতে তুলে দেন। 

১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে চাপালিশ, কাঁঠাল, জলপাই, আমড়া, আমলকী, হরিতকী, বহেরা, খনা, লেবু, জাম্বুরা, সফেদা, শরীফা ইত্যাদি ৩৫ প্রজাতির ৩ হাজার চারা বিতরণ করা হয়। 

উল্লেখ্য চন্দ্রকলি ফাউন্ডেশনের উদ্যোগে ছয় বছর ধরে দেশব্যাপী বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক কাজ করা হয়। ইতোমধ্যে সংগঠনটি ১ লক্ষ ১০ হাজার চারা রোপণ করেছে। পঁচিশ জেলায় স্বেচ্ছাসেবক রয়েছেন শতাধিক। 

বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠানে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চরদৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকলি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান, অন্যান্যদের মধ্যে চন্দ্রকলির সহকারী সমন্বয়ক দেলোয়ার হোসেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও ইউনিয়ন পরিষদের  সদস্যরা উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি