ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ১৮ জুলাই ২০২৩ | আপডেট: ১২:০৭, ১৮ জুলাই ২০২৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। 

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে মহাসড়কের উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায়  দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, আজ সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ী দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে প্রচণ্ড ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছেন।  

নিহতরা হলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সোলতান (২২) ও যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার আবুল হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।

আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দুটি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি