ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ফেলে যাওয়া গামছায় মিলল সাড়ে তিন কেজি স্বর্ণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ১৮ জুলাই ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে  সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। তবে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলে আটক করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন পাচারকারীকে ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। 

পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। 

জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি