ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন: তোফায়েল আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ১৮ জুলাই ২০২৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, আর পাঁচ মাস পরে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর জন্য এখন থেকেই  নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তাই আগামী নির্বাচনের আগে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার ভোলায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে সভায় এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ আরো বলেন, আগামী নির্বাচনে ভোলার চারটি আসনের আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন।
 
তিনি বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদাশালী দেশ। এখন আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আরো বলেন, এতো উন্নয়ন ভোলাতে হয়েছে এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো ভোলা-বরিশাল ব্রিজ। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ ভোলা-বরিশাল ব্রিজও একদিন দেখতে পাবেন। 
 
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ভোলা পৌর সভার মেয়র মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সালাউদ্দিন লিংকন প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি