ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে তর্কের জেরে কৃষককে ছুরিকাঘাত

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১৯, ১৯ জুলাই ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে ঝগড়াঝাটির এক পর্যায়ে কৃষকের গোপনাঙ্গে ধারালো ছুরি দিয়ে আঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখম হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিসাধীন কৃষক বাবুল শেখ (৪৫)। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে জব্বারের হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত কৃষক বাবুল শেখের স্ত্রী সারমিন বেগম ও ভাই বাহাদুর শেখ বলেন, ‘জিলবুনিয়া পীরের’ জমিতে গরু চরানো নিয়ে রাজ্জাক ও বাবুল ঝগড়ায় জড়িয়ে যায়। এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবুলের গোপনাঙ্গে আঘাত করে। তার পুরুষাঙ্গে ৯টি সেলাই দিতে হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক শেখ বলেন, দু’জনের সাথে হাতাহাতি হয়েছে। ওই সময় পড়ে গিয়ে হয়তো বাবুল আঘাত পেয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়নি।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে কেউ থানায় অবগত করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি