ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুর্বৃত্তের আঘাতে সজিবের মৃত্যু: লক্ষ্মীপুর পুলিশ সুপার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪, ১৯ জুলাই ২০২৩

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে কৃষক দলের এক কর্মী নিহত ও পুলিশ আহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।

বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ। 

এসময় তিনি বলেন, জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপরে হামলা চালায়। এছাড়া শহরের বেশ কিছু স্থাপনা ভাঙচুর করে। সজিব নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করা হয়েছে। তবে পুলিশের সাথে সংঘর্ষে নয়, দুর্বৃত্তদের আঘাতে সজীব নামে ছেলেটি মারা যায়। 

এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি