ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

হেলিকপ্টারে প্রবাসী ছেলের বিয়ে, বাবার ইচ্ছা পূরণ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১০:৪২, ২০ জুলাই ২০২৩ | আপডেট: ১১:০৩, ২০ জুলাই ২০২৩

হে‌লিকপ্টারে যেয়ে ছেলের বিয়ে দিয়ে নতুন বউ বাড়ি‌তে আনার মাধ‌্যমে ইচ্ছা পূরণ করলেন এক বাবা।

বুধবার দুপুরে এম‌নি এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার ইসলামপুরে।

বর হেলিকপ্টারে গেলেও বরযাত্রীরা সড়ক প‌থে টম টম গা‌ড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকে‌লে করে বাড়িতে যান।

বর ইউসুফ মিয়া বা‌লিয়াকা‌ন্দি ইসলামপুরে কাউন্নাইর গ্রা‌মের ছ‌মির মিয়ার ছে‌লে। কনে ছা‌মিয়া আক্তার একই ইউনিয়‌নের রাজধরপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

এদিকে বিয়ের হে‌লিকপ্টার দেখতে ইসলামপু‌রের রামদি‌য়া হাই স্কুল মা‌ঠে ভিড় করেন স্থানীয় লোকজন।

জানা‌ গে‌ছে, ১৭ বছর আগে ছে‌লে ইউসু‌ফের ছুন্ন‌্যা‌তে খাৎনা দেবার সময় তার বাবা বলে‌ছি‌লেন ছে‌লেকে হে‌লিকপ্টা‌রে ক‌রে বি‌য়ে করা‌বেন। সেই আশা পূরণে বুধবার দুপুর দেড়টার দি‌কে রাম‌দিয়া স্কুল মাঠ থে‌কে হে‌লিকপ্টা‌রে চড়ে বি‌য়ে করতে যান প্রবা‌সি ইউসুফ। 

বি‌য়ের কাজ সম্পন্ন ক‌রে বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে হেলিকপ্টারে ফি‌রে আসে বর-বউ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি