ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সিলেটে মাইক্রোবাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২, ২০ জুলাই ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে সাদাপাথরগামী একটি মাইক্রোবাস খাগাইলে পৌঁছুলে চাকা পাংচার হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘর্টনার পর দুটি গাড়ি পাশের খাদে পড়ে যায়।

এতে সিএনজি অটোরিক্সায় থাকায় চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন ও একই উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের সোলেমান আহমদ (৪১), তার ছেলে আফনান আহমদ (৭), একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে নাসিতা নোহা (৫) ও আল আমিন (৪০)। 

এছাড়া গুরতর আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি