ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ছিনতাই, পুলিশের গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ২০ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামি ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময়ে ১০ পুলিশসহ ১৩ জন আহত হন। 

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। সে ওই গ্রামের মস্তু ভুইয়ার ছেলে। 

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়া একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি। ভোরে তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের ১০ সদস্য আহত হন।

এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়লে আরিফের পিতা আইয়ুব নূরসহ আরও কয়েকজন আহত হন। 

গুলিবিদ্ধ আইয়ুব নূরকে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

পুলিশ জানায়, আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়া আসামিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি