ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বিকালে ঘর থেকে বেরিয়ে সকালে ফিরলো লাশ হয়ে

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ২০ জুলাই ২০২৩

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে শয়ন শেখ (১৩) নামে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে নিধিখোলার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শয়ন ওই গ্রামের নাজমুল শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায় শয়ন। বাজার শেষে বাড়ি এসে আবার বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় একব্যক্তি তার লাশ দেখতে পান।

নিহত শয়নের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। 

মা মিতা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে কারোর শত্রুতা ছিল না। যে বা যারা ছেলেকে হত্যা করে থাকুক, তাদের বিচার চাই।

এদিকে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শয়ন শেখ নামের কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সদর থানার ওসি ওবাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি