ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দোহারে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২১ জুলাই ২০২৩

ঢাকার দোহারে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মো. জাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামীণ টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদুল উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

শুক্রবার সকালে দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এএসপি আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে এসআই এনামুল হক খান, এএসআই নান্টু কৃঞ্চ মজুমদার ও আরিফ মিয়াসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে জাহিদুলকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে একটি বিদেশি পিস্তল সহ  ৪ রাউন্ড গুলি উদ্বার করা হয়। 

তার বিরুদ্ধে দোহার থানায় গ্রেফতার দেখিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি