ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানী অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানীতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল কুলখানিতে অংশ নেন। উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা প্রমূখ। 

মরহুমের শোকাহত মাতা-পিতা, স্ত্রী ও একমাত্র কন্যাকে সান্ত্বনা দেন নূরে আলম সিদ্দিকী হক। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম সর্বদা পরিবারটির পাশে থাকবে বলে এসময় তাদের আশ্বস্ত করেন সভাপতি। ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান এম এ কুদ্দুসের সহধর্মিণী তানিয়া সুলতানা বিথী। এসময় দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন তিনি। পরে মরহুমের কবর জিয়ারত করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য গত ১৫ জুলাই শনিবার সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তকাল করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুস। দৈনিক সংবাদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। তাঁর অঙ্কিত কার্টুন বিভিন্ন সময় জনসচেতনতা তৈরির পাশাপাশি দেশে আলোড়ন তৈরি করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি