ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ২২ জুলাই ২০২৩ | আপডেট: ১৩:০১, ২২ জুলাই ২০২৩

ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ৮ জন নারী ও তিনজন শিশু রয়েছে। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেন, বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

স্থানীয়রা জানায়, বাসার স্মৃতি নামে বাসটি ভাণ্ডারিয়া থেকে সকাল ৯টার দিকে ছেড়ে এসে ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথে বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ওই বাসের ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম বলেন, দুঘর্টনার খবর পেয়ে ফারায় সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৩০ জনকে আহত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঝলকাঠি ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি