ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ২২ জুলাই ২০২৩

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে আকাশ হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় আকাশকে সাপে কামড় দেয়। 

আকাশ উপজেলার করমদি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও করমদি গ্রামের কুমারপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি