ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে কমছে না ডেঙ্গুর ভয়াবহতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২২ জুলাই ২০২৩

চট্টগ্রামে কোনোভাবেই কমছে না ডেঙ্গুর ভয়াবহতা।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সিভিল সার্জন অফিস জানিয়েছে, চলতি জুলাই মাসের ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার একজন।

অথচ গত জুন মাসে এ সংখ্যা ছিল ২৮৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৯৭ জন। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে ২১ জনের।

এরমধ্যে শুধু চলতি জুলাই মাসের ২১ দিনে মারা গেছে ১২ জন।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি