ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮, ২৩ জুলাই ২০২৩


নাটোরের বড়াইগ্রামে ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বনপাড়া-নাটোর মহসাড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে  নিহত অজ্ঞাত দুই জনের মৃতদেহ ঝলমলিয়া হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ। নিহতদের 
তবে পরিচয় জানাতে পারেনি ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ। 

থানার উপপরিদর্শক মুনির হোসেন জানান, গত রাত দেড়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ শ্যামলী পরিবহন বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমরে মুচরে এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। 

ঘটনাস্থলেই অজ্ঞাত দুই জন নিহত এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। 

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ের থানার পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়। আহতদের নাটোরসহ বনপাড়া ও আহম্মেদ পুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। 

উপপরিদর্শক মুনির হোসেন আরও বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি