ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জামাতুল আনসারের আমিরসহ তিনজনকে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৪ জুলাই ২০২৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ের এক বাড়িতে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাত ৩টার দিকে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। পরে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা জব্দের কথা জানায় র‌্যাব। 

বাকি দুজনের নাম এখনও প্রকাশ করা হয়নি। 

ওই বাড়ির মালিক জানান, তার একতলা ভবনের দুটি কক্ষ তিন দিন আগে ভাড়া নেন হাসান নামের একজন। এক পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনজন পুরুষ বাসায় ওঠেন। পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলেও জানায় তারা। 

আজ সোমবার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে জানান র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি