ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৯, ২৫ জুলাই ২০২৩

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।

সোমবার (২৪ জুলাই) বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব ভবনের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। 

সংগঠনের সভাপতি একেএম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দীনসহ ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের দুই কাউন্সিলর। এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যনির্বাহী সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান (অহিদ), বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আজিম উদ্দীন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মুছা করিম (মুছা), পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক  আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য রাজু আহম্মেদ ও আহসান হাবিব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি