ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৭, ২৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের বিকল ইঞ্জিন হওয়ার  প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বিকল ইঞ্জিনের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়লেও ওই সময়ে অন্য কোন ট্রেনের সিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন শ্রীপুরের রেল স্টেশন কর্মকর্তা।

মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

শ্রীপুর স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, শ্রীপুর রেলস্টেশনে কাছে আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে রেললাইন চালু করা হয়।

ওই সময়ে এই রুটে অন্য কোন ট্রেনের সিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি