ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৭, ২৫ জুলাই ২০২৩

`নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইনশৃংখলা সভায় অংশগ্রহণ করেন ড.আবদুস সোবহান গোলাপ এমপি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি