ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

নরসিংদীতে গাঁজা-অবৈধ পলিথিনসহ গ্রেপ্তার ৫

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২৫ জুলাই ২০২৩ | আপডেট: ১৫:৫২, ২৫ জুলাই ২০২৩

নরসিংদীতে ৪০ কেজি গাঁজা ও ১২ টন অবৈধ পলিথিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় প্রাইভেটকার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী। এর আগে সোমবার পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী জানান, নরসিংদী ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার জেলখানা মোড়ে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ রোজিনা বেগম (৩৯) ও নয়ন মিয়া (৪৪)কে গ্রেপ্তার করা হয়। 

অন্য আরেক অভিযানে সোমবার দিবাগত রাতে রায়পুরা থানার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ১২ টন অবৈধ পলিথিনসহ মোশফিকুর রহমান (৩৭), মো: মোছা গাজী(৩৫) ও শরীফুল হোসেন(৩৩)কে গ্রেপ্তার করা হয়। 

এই চক্রের অন্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি