ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কালকিনিতে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ২৫ জুলাই ২০২৩

মাদারীপুরের কালকিনিতে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পরে কালকিনি ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই দুটি ঘরের সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে চান মিয়া বেপারীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী কাওসার বেপারীর ঘরে লেগে যায়। আগুনে ২টি বসত ঘরে থাকা মূল্যবান মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

কাওসার বেপারী জানান,তার ছোট ভাইয়ের বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৭০ হাজার টাকা ঘরে ছিল তাও পুড়ে গেছে। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ২টি পরিবার সরকারের কাছে সহযোগীতা চায়।

পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি কিনে দিয়েছি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি