ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ২৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম (৪৪) মারা গেছেন।

বুধবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শহীদুল ইসলাম উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মকছুদ আহম্মেদর সন্তান। সে দীর্ঘদিন মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন।

নিহত শহীদুল ইসলামের ছোট ২ কন্যা সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৯নং মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন বলেন, শহীদুল ইসলাম অনেক ভালো ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।

নিহতের ভাতিজা ইকবাল হোসেন বলেন, ৫-৬ দিন আগে কাকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি