ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে সিনিয়র ব্যাংক কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন সিনিয়র ব্যাংক কর্মকর্তা এসএম তাজুল ইসলাম (৫৫)। 

ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 

তাজুল ইসলাম ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক মানবসম্পদ বিভাগ (অপারেশন)র প্রধান, বেসরকারি প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। 

তাজুল ইসলাম কর্ণফুলী উপজেলার দৌলতপুর কাজী বাড়ির মরহুম এসএম ওবাইদুস সালামের ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের ভাতিজা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক সৈয়দ ওবায়দুল কাদের জানান, ডেঙ্গু ধরা পড়ার পর বিশ্রামের জন্য চট্টগ্রামে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৩টার দিকে তার গাড়ি কুমিল্লায় পৌঁছলে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি