ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১২:৫১, ২৯ জুলাই ২০২৩

দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আক্রান্তদের বেশিরভাগ ঢাকাফেরত। প্রতিরোধে আশপাশ পরিষ্কার রাখাসহ সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। 

ডেঙ্গুর প্রভাব পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসাদের বেশিরভাগই ঢাকা থেকে আসা। রোগীরা জানান, চিকিৎসা ভালো পেলেও ওষুধপত্র সব বাইরে থেকে কিনতে হচ্ছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, “এ পর্যন্ত এখানে কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।”

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই জ্বর, মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভীড় করছেন রোগীরা। 

মেহেরপুরে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইসিইউ সাপোর্টসহ মেডিকেল টিম করে দেয়া হয়েছে।

মেহেরপুর সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। সাথে আইসিইউ সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে।”

নরসিংদীতেও বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। 

নরসিংদী সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, “ভর্তি রোগীদের সকল ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে।”

ভোলায় সদর হাসপাতালে একটি ইউনিট খোলা হলেও জায়গা হচ্ছে না। দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আতঙ্কও।

ভোলা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম বলেন, “ডেঙ্গু শনাক্তদের আলাদা রেখে মসারির ভেতরে রেখে চিকিৎসা দিচ্ছি।”

উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে রোগীদের দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি