ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ২৯ জুলাই ২০২৩ | আপডেট: ১৩:০৬, ২৯ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন আক্তার মাহিনুর (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। 

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিনুর মারা যায়। 

শারমিন আক্তার মাহিনুর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার মেয়ে। সে মাহিনুর চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল। 

মাহিনুরের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরের চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট তালিকা সূত্রে জানতে পারেন মাহিনুর অকৃতকার্য হয়েছে। বিষয়টি মানতে পারেনি মাহিনুর। সন্ধ্যার দিকে সে সবার অগোচরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। 

পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করালে রাতে মাহিনুর মারা যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, বিষ খেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি