ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে বাস চাপায় নারীর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৮, ২৯ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরের মস্তফাপুরে উল্টো পথে আসা সোনালী পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা বেগম সদর উপজেলার ঘটকচর এলাকার মোশাররফ হাওলাদারের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মস্তফাপুর এলাকায় সড়ক পাড় হচ্ছিলেন ফাতেমা বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস উল্টো পথে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফয়েজুর রহমান বলেন, ওই নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

নিহতের স্বামী মোশাররফ হাওলাদার অভিযোগ করে বলেন, চালকের কোনো দক্ষতা নাই, উল্টো সাইডে এসে আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। আমি ওই চালকের বিচার চাই। 

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর বাসটি পালিয়ে গিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি