ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে জামায়াতের জেলা সেক্রেটারিসহ গ্রেপ্তার ১২

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৫, ৩০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা জামায়াত ইসলামের আমীর গোলাম সাকলাইন খন্দকার ও সেক্রেটারি শাহজাহান আলীসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জুলাই) বিকেল হতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা অন্যরা হলেন তাড়াশের পেঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫), সলঙ্গার সোলায়মান হোসেন, উল্লাপাড়ার মনোহরার মিরকান হোসেন, শাহজাদপুরের বাঘাবাড়ির আব্দুর রাজ্জাক, এনায়েতপুরে খন্দকার আল আমিন, সেলিম রেজা, বেলকুচির আবুল হোসেন, সাগর হোসেন ও রায়গঞ্জের আরও একজন রয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম। 

তিনি জানান, বিনা কারণে আমাদের দলীয় নেতা-কর্মীদের আটক করা হয়েছে। কারো কারো মামলা থাকলেও তারা জামিনে রয়েছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম জানিয়েছেন, তাদের আটকের বিষয়টি আমাদের রুটিন ওয়ার্কের অংশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি