ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৩০ জুলাই ২০২৩ | আপডেট: ২০:২৬, ৩০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পুকুরে ডুবে ৫ বছর বয়সী ইসপা ও ৪ বছরের জান্নাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইসপা ওই এলাকার হাফেজ আবদুর রহিম সাইফুল মেয়ে ও জান্নাত একই এলাকার সুমনের মেয়ে।  

জানা গেছে, সকাল ১১টার দিকে ওই দুই মেয়ে ঘরের পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এক পর্যায়ে ঘরের পেছনের পুকুরে দুজনকে ভাসতে দেখে স্থানীয়দের সহয়তায় পরিবারের সদস্যরা উদ্ধার করে। পরে স্থানীয় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের মাতম চলছে। 

 কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি