ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভান্ডারিয়ায় ইউএনও’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৩১ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের আয়োজনে পৌরসভার শেখ-কামাল অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের সভাপতিত্বে শফিকুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুজ্জামান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, নবনির্বাচিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ আরো অনেকে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেষ্ট দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি