ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় নবদম্পতির বিষপানে আত্মহত্যা 

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ১ আগস্ট ২০২৩

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আশুলিয়ায় নবদম্পতির বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ মাস পূর্বে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। 

সোমবার (৩১ জুলাই) সকালে  বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ উপ-পরিদর্শক সোহেল মোল্লা। এর আগে রোববার বিকেলে আশুলিয়ার ধলপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মো. মৃদুল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গুনিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। অপরদিকে নিহত মারুফা আক্তার মুন্নী (১৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার আরদি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। বর্তমানে তারা আশুলিয়ার ধলপুরে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

নিহত মৃদুলের স্বজনেরা জানান, মৃদুল ও মারুফার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ৪ মাস পূর্বে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তারা দুজনই সামনে এসএসসি পরীক্ষার্থী ছিল। এর পাশাপাশি মৃদুল একটি পোশাক কারখানায় কাজ করত।

স্বামী-স্ত্রী দুজন রোববার দুপুরে নবীনগরের জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কয়েক ঘন্টা পর ফিরে ঘরের মেঝেতে অসুস্থ অবস্থায় লুটিয়ে পরে। এসময় মারুফা জানায়, তারা বিষ খেয়েছে। তৎক্ষণাৎ তাদেরকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত ঘোষণা করে। 

পরে মৃদুলকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে গিয়ে সে মারা যায়। কিন্তু তারা কেন বিষপান করেছে বিষয়টি দুই পরিবারই কেউই বুঝতে পারে নাই।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তারা আত্মহত্যা করেছে। তবে তাদের আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি