ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুই বের করতে অপারেশন, আর জ্ঞান ফেরেনি শিশুর (ভিডিও)

সুখেন্দু এদবর, বরিশাল থেকে

প্রকাশিত : ১২:১৮, ২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

অপারেশন করে পশ্চাৎদেশের সুই বের করার সময় বরিশালের রাহাত আনোয়ার হাসাপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। অবহেলা বা ডাক্তারদের ভুল চিকিৎসায় এই মৃত্যুর অভিযোগ বলছে রোগীর স্বজনরা। ডাক্তার বলছে, অপারেশন সফল হলেও চেষ্টা করে অজ্ঞান থেকে রোগীকে আর স্বজ্ঞানে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

ফুটফুটে শিশু তানজিমের এই ভিডিও অপারেশন থিয়েটারে প্রবেশের আগ মুহূর্তের। অজ্ঞাতবসে তার পেছনে ঢুকে যাওয়া সুই বের করতে পটুয়াখালির গলাচিপা থেকে চিকিৎসার জন্য রাহাত আনোয়ার হাসপাতালে আনা হয়। মঙ্গলবার বিকালে অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি। 

অস্ত্রোপচারের সময় শুরুতে সঙ্গে রাখা হয় তার মামাকে। সে ভিডিও ধারণ করতে থাকলে এক পর্যায়ে তাকে বের করে দেন ডাক্তাররা। তার মামা জানান, ডাক্তাররা অপারেশনের সময় মনোযোগী ছিলেন না। সামান্য এই অপারেশনে রোগী মারা যাওয়ার ঘটনা মানতে পারছে না তারা। 

শিশুটির মামা জানান, পায়ের মাংসের ভেতর সুই ঢুকছে, এটা তেমন কিছু জটিল ছিলনা। 

এদিকে দায়িত্বশীল ডাক্তার বলছে, তারা অপারেশন সফলভাবে করেছেন। কিন্তু তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেও তা সম্ভব হয়নি। 

ডাক্তার তৌহিদুল ইসলাম বলেন, “অপারেশন সাকসেসফুল হয়েছে। এরপর যখন রোগীকে বেডে দেওয়া হবে তখন দেখা যায় যে শ্বাস বন্ধ হয়ে গেছে। দু’জন এনেসথিস্ট ছিল তারা সর্বোচ্চ চেষ্টা করেছি। চেষ্টা করার পরও দেখা যায় রিকভারি হচ্ছেনা।”

পুলিশ বলছে ঘটনা তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

বিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল হক বলেন, “অপারেশন শেষ করা হয়েছে কিন্তু বাচ্চাটি আর বাঁচানো যায়নি। বিষয়টি বাচ্চার অভিভাবকরা ৯৯৯ নম্বরে দিয়ে জানালে আমরা এসে বিষয়টি অনুসন্ধান করে দেখছি। বাচ্চা মারা যাওয়ার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।”

এর আগে এই চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য থানায় অভিযোগ করেছিলেন বরিশালের নথুল্লাবাদ এলাকার দিন মজুর মোঃ শাহজালাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি