ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জনসভার আনুষ্ঠানিকতা শুরু, ৩টায় মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২ আগস্ট ২০২৩

রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, কানায় কানায় ভরে উঠেছে জিলা স্কুল মাঠ। 

বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জনসভার কার্যক্রম। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

বিকেল ৩টায় জনসভা মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মহানগরী। ১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। 

 

এসবি/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি