ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৩ আগস্ট ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার শপথ গ্রহণ করেছেন।

বুধবার (২ আগস্ট) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী তাকে শপথ বাক্য পাঠ করান। 

কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত মেয়র ও ৯ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিল ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৭ জুলাই আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির প্রার্থী মহিবুল হোসেনকে হারিয়ে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। শপথ গ্রহণ শেষে পৌরসভার গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে সমাধানের পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

এদিকে, শপথ গ্রহণ শেষে বিকালে পৌরসভার শেখ কামাল অডিটোরিয়ামে নির্বাচনকালিন দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর পৌর মেয়র ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টুসহ আরও অনেকে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি