ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূর্ণিমার জোয়ারে প্লাবিত পটুয়াখালী শহর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৩ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

পূর্ণিমার জ্যোঁ ও বৈরি আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহ ঘাটে ফিরে এসে শিববাড়িয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে৷ 

এদিকে অস্বাভাবিক জোয়ারের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। 

পটুয়াখালী শহর রক্ষা বাঁধের স্লুইসগেটগুলো অকার্যকর থাকায় জোয়ারের পানি ঢুকে নতুন বাজার, পোস্ট অফিস রোড, মহিলা কলেজ রোড, জুবিলী স্কুল রোড, মুন্সেফ পাড়া, পুরাতন হাসপাতাল রোড, ফায়ার সার্ভিস রোড, মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্বর, সিভিল সার্জন অফিস চত্বর, নিউ মার্কেট চত্বর, মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি