আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুজন বাহিনীর প্রধান সুজন খাঁ গ্রেফতার
প্রকাশিত : ১৫:৪০, ৩ আগস্ট ২০২৩
পাবনার ফরিদপুর থেকে একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি সুজন বাহিনীর প্রধান সুজন খাঁকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন।
তিনি বলেন, একাধিক হত্যা মামলার পলাতক আসামি পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, ওই এলাকায় মাছের ঘের থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল।
এ অবস্থায় বুধবার বিকালে মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সুজন খাকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
এএইচ