ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ৫ আগস্ট ২০২৩

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ বাড়ির সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আজম আলী (৫৩) নামের এক‌ স্কুল শিক্ষ‌কের মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে হা‌তিয়া ইউনিয়‌নের হাজির বাজার এলাকায় ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকার বাসিন্দা। পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আজম আলী শিক্ষকতার পাশাপা‌শি বিদ‌্যু‌তের কাজ কর‌তেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় বা‌ড়ি‌তে নি‌জের সি‌লিংফ‌্যান মেরামত কর‌ছি‌লেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌ন। পরিবারে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকরের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক‌টি অপমৃত‌্যুর মামলা হ‌বে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি