ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি সুলাইমান গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ৫ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত সুলাইমান হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যশোরের শার্শা থানা পুলিশ।
তার বিরুদ্ধে শার্শা থানায় আরও ৭ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

শুক্রবার বিকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এ মামলা নিয়ে তার নামে ১২টি মামলা আদালতে চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, শার্শা উপজেলার রামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজ এন্টারপ্রাইজের মালিক সুলাইমান হোসেন ব্যবসার কথা বলে ইসলামী ব্যাংক, বিভিন্ন এনজিও ও ব্যক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব প্রতিষ্ঠান ও ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। 

এরপর থেকে সে এলাকা থেকে পালিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শার্শা থানার এসআই সলিমুল হলের নেতৃত্বে পুলিশ দল ঢাকার খিলগাঁও থানার সহযোগিতায় নন্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে শার্শা থানায় নিয়ে আসেন। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর সুলাইমান হোসেন গ্রেপ্তারি এড়ানোর জন্য দীর্ঘদিন পলাতক ছিল। ঢাকা থেকে গ্রেপ্তার করে আনার পর শুক্রবার বিকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি