ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকীতে নড়াইলে কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৭ আগস্ট ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আগামিকাল মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। 

কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনালেখ্য এবং জন্মবার্ষিকীর প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

আলোচনা সভা শেষে অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ, রুপগঞ্জ জামে মসজিদ, জেলা পরিষদ জামে মসজিদ ও পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে তাঁর (ফজিলাতুন্নেছা) রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। 

সন্ধ্যায় টাউন কালিবাড়ি মন্দির ও রুপগঞ্জ কালিবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান,বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি