ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বরিশালে ৬ ঘণ্টায় ১১৬ মিলিলিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতার সৃষ্টি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৭ আগস্ট ২০২৩

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বাইরেও বের হচ্ছে না। শ্রমজীবীরা চরম ভোগান্তির পড়েছে। 

সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

টানা চার দিনের বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

সোমবার ভোর থেকে বরিশালে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। নদী বন্দরের জন্য ১ নম্বর ও সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। 

বরিশাল আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত বসির আহাম্মেদ জানান, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আষাঢ় মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় শ্রাবণে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এধরণের আবহাওয়া আগামী ৪৮ ঘন্টা বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি