ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, ৪ দিন ধরে ডুবে আছে চট্টগ্রাম নগর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ৭ আগস্ট ২০২৩ | আপডেট: ২১:৩২, ৭ আগস্ট ২০২৩

বৃষ্টির পানিতে ৪ দিনে ধরে ডুবে আছে চট্টগ্রাম নগরী। নালার পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিক্ষার্থীর। মঙ্গলবার নগরীর সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ রাখতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কক্সবাজারের উখিয়ায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ফেনীতে মুহুরী নদীর বাঁধের ২টি অংশ ভেঙ্গে ৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। 

এই জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর। ডুবে আছে রাস্তা-ঘাট। পানি উঠেছে বাড়ি-ঘর, দোকানপাটে। সকালে হাটহাজারি ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে পাহাড়তলী এলাকায় নালায় পড়ে যান নিপা পালিত। পরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীরা। 

ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে একই পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করা হয়। 

কক্সবাজারে মাতামুহুরি নদীর পেকুয়ার মেহেরনামা বেরি বাঁধ ভেঙ্গে গেছে। এতে ১৫টি ইউনিয়নের ৬০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধীক মানুষ। মাতামুহুরি নদীতে ঢলের পানিতে লক্ষারচর পয়েন্টে এক যুবক ভেসে গেছে।

জোয়ারের পানিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। 

মুহুরী নদীর বরইয়া এলাকায় বাঁধ ভেঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 

পিরোজপুরের কাউখালীতে বরিশাল-খুলনা মহাসড়কে গাছ উপড়ে পড়ায় ৬ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।  

বান্দরবানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদীর পানি। ভারী বর্ষণের ফলে দেখা দিয়েছে পাহাড় ধসের আশংকা। 

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মংলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি